সংসদ সদস্যরা পরিশ্রম করছেন বলেই উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছেছে: প্রধানমন্ত্রী

|

দেশকে আরও উন্নত করতে সংসদ সদস্যদের নিবেদিত হয়ে নিজ নিজ এলাকার মানুষের সেবা করতে হবে। জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যদের প্রতি এ আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকালে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। শুরুতেই আনা হয় শোক প্রস্তাব। সর্বসম্মতিক্রমে প্রয়াত সংসদ সদস্যদের সম্মান জানিয়ে সে প্রস্তাবের অনুমোদন দেয় সংসদ। পরে শুরু হয় আলোচনা।

প্রয়াত এমপিদের প্রতি সম্মান জানিয়ে শোক প্রস্তাবকে সমর্থন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সংসদ সদস্যরা পরিশ্রম করছেন বলেই উন্নয়নের সুফল পৌঁছেছে তৃণমূলে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply