বিমানবন্দরে কাস্টমসের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় মামলা

|

প্রতীকি ছবি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের (কাস্টমস) লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ গায়েবের ঘটনায় মামলা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিমানবন্দর থানায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে স্বর্ণগুলো চুরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ঢাকা কাস্টমস ও এনবিআর কর্তৃপক্ষ।

গত শনিবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দরের শুল্ক বিভাগের একটি লকার থেকে প্রায় ৫৫ কেজি স্বর্ণ গায়েবের বিষয়টি ধরা পড়ে। কিন্তু এত সুরক্ষিত স্থান থেকে কবে, কীভাবে এ বিপুল পরিমাণ স্বর্ণ গায়েব হয়েছে, সেই প্রশ্নই আসছে ঘুরেফিরে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply