হাওয়াইয়ে দাবানলের ঘটনায় এখনও নিখোঁজ ৩৮৫

|

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে দাবানলের ঘটনায় এখনও ৩৮৫ জন নিখোঁজ। রোববার (৩ সেপ্টেম্বর) নতুন তথ্য প্রকাশ করে প্রশাসন। খবর সিসিটিভি প্লাসের।

মাউই পুলিশ বিভাগ জানিয়েছে, গেলো সপ্তাহে আরও ৩ জনের সন্ধান মিলেছে। তাই, কিছুটা কমেছে নিখোঁজ তালিকার দৈর্ঘ্য। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

কর্তৃপক্ষের দাবি, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর ৩ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থাও স্থিতিশীল।

গত ৮ আগস্ট মার্কিন দ্বীপটিতে ছড়ায় দাবানল। প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের জোরালো বাতাসে দ্রুত ছড়ায় আগুন। ৪৮ ঘণ্টার ব্যবধানে পুড়ে ছাই হয় ঐতিহাসিক নগরী লাহাইনা। এতে প্রাণ হারান কমপক্ষে ১১৫ বাসিন্দা। গত এক শতকের মধ্যে এটি হাওয়াইর সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply