ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতিতে সই করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান

|

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া । সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দেয়া ১৬০ বিশিষ্টজনের বিপক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসের পাল্টা বিবৃতিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছেন সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিং করে সাংবাদিকদের তিনি তার এ সিদ্ধান্তের কথা জানান।

ড. ইউনূসের পক্ষে যে ১৬০ জন নোবেল বিজয়ী এবং বিশ্বনেতারা বিবৃতি দিয়েছেন, তাদের সাথে একমত পোষণ করে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।

তিনি জানান, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নোটিশ দেয়া হয়েছে, এই অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। কিন্তু তিনি সেই নোটিশের বিরোধিতা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন স্বাক্ষর না করার।

তার এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরালেয়ের যে আইন সংস্কার হচ্ছে, বিচার সম্পর্কিত, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমার চিন্তা সে রকমই।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply