পড়ে গিয়ে চোখে আঘাত পেলেন জার্মান চ্যান্সেলর

|

জগিংয়ের সময় পড়ে গিয়ে চোখে আঘাত পেয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ নিজের এক চোখ বাধা ছবি প্রকাশ করেন তিনি। খবর ।

খারাপ দেখাচ্ছে বলে ক্যাপশনে রসিকতাও করেন তিনি। গত শনিবার বার্লিনে নিজের বাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন শোলজ। নাক ও চিবুকেও সামান্য ব্যাথা পান।

শোলজের মুখপাত্র জানান, ফুরফুরে মেজাজেই আছেন চ্যান্সেলর। তার বিধ্বস্ত চেহারার সাথে সবাইকে অভ্যস্ত করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করা হয়েছে। মিম-ট্রলের জন্যও অপেক্ষা করছেন তিনি।

এরইমধ্যে অবশ্য শোলজের ছবি নিয়ে হাস্যরস শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘পাইরেট ওলফ’ ক্যাপশন দিয়ে শেয়ার করা হচ্ছে তার ছবি। ক্ষমতাসীন জোটের দ্বন্দ্ব নিয়েও মজা করেন কেউ কেউ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply