উত্তর ও মধ্যাঞ্চলে প্লাবন পরিস্থিতি: নামছে বানের জল

|

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে প্লাবিত এলাকা থেকে নামছে বানের জল। তবে, এখনও চরম ভোগান্তিতে নিম্নাঞ্চলের বহু মানুষ।

জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার নিম্নাঞ্চলে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। তবে কিছু গ্রামীণ সড়ক বানের জলে তলিয়ে থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজার হেক্টর জমির রোপা আমন।
সিরাজগঞ্জেও কমছে নদ-নদীর পানি। তবে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চর ও নিম্নাঞ্চলের অনেক এলাকা এখনও পানিতে তলিয়ে। দুর্ভোগে পানিবন্দি মানুষ।

এদিকে, কুড়িগ্রামের নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে, প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply