নির্বাচনের ৪ মাস পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসেছে থাইল্যান্ডের নতুন জোট সরকার। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে শপথগ্রহণ করেন তারা। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন স্রেত্থা থাভিসিন। খবর রয়টার্সের।
সকালে রাজা’র সাথে সাক্ষাৎ করেন দেশটির নতুন প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন। এরপরই আনুষ্ঠানিকভাবে ৩৪ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি।
ছয়টি দলের অংশগ্রহণে গঠিত হয়েছে জোট সরকার। তাই মন্ত্রিপরিষদেও সবার প্রতিনিধিত্ব রয়েছে। সে তালিকায় রয়েছেন প্রয়ুথ চান ওঁচা সরকারের কয়েকজন মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, অনুতিন। তাছাড়া কৃষি মন্ত্রণালয়ের ক্ষমতা দেয়া হয়েছে আলোচিত রাজনীতিক থাম্মানাতের হাতে।
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী মূলত, দেশটির রিয়েল অ্যাস্টেট মোঘল হিসেবেই পরিচিত। গত বছর তিনি যোগ দেন থাকসিন সিনাওয়াত্রার ‘পিউ থাই পার্টি’তে।
এসজেড/
Leave a reply