আফগানিস্তানে খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম

|

সংগৃহীত ছবি।

তীব্র তহবিল সংকটের জেরে আফগানিস্তানে আরও ২০ লাখ বাসিন্দার খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংস্থাটির কাবুলস্থ কার্যক্রম দফতর এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রয়োজনীয় অর্থ সংকটের কারণে চলতি মাসেই খাদ্য সহায়তা সীমিত করা হয়েছে। তহবিল সংকট অব্যাহত থাকলে চলতি বছর প্রায় এক কোটি আফগান সংস্থাটির খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবে বলেও আশঙ্কা জানানো হয়েছে।

আগামী ছয় মাসে ডব্লিউ-এফ-পি’র পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে এক বিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে খাদ্য সংকটের পাশাপাশি পুষ্টিহীনতার হার আরও বাড়াবে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বর্তমানে প্রতি মাসে দেশটিতে ৩০ লাখ বাসিন্দাকে খাদ্য সরবরাহ করে।

উল্লেখ্য, গত এপ্রিল ও মে মাসে ৮০ লাখ বাসিন্দার খাদ্য সহায়তা বন্ধ করতে বাধ্য হয়েছিল সংস্থাটি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply