মিয়ানমারে এক সাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত এক আদালত। সাই জ নামে ওই সাংবাদিক সাইক্লোন মোকার ক্ষয়ক্ষতি নিয়ে ছবি প্রকাশ করেছিলেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে কোনো সাংবাদিকে এত দীর্ঘ সময়ে কারাদণ্ড দেওয়ার ঘটনা এটাই প্রথম। তবে সাই জ এর বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয়।
চলতি বছর মে মাসে রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোকা আঘাত আনে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় অনেক এলাকা। সাই জ সেই ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছিলেন। এরপরই তাকে গ্রেপ্তার করে জান্তা সরকার।
এটিএম/
Leave a reply