সুদানে নতুন করে সেনা অভিযানে আরও ৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা।
পশ্চিমাঞ্চলীয় শহর ওমদুরমানের ওম্বাদা এলাকায় অভিযান চালায় সেনা বাহিনী। বেসামরিকদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় গোলাবর্ষণ। এ ঘটনায় অন্তত ৩২ মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক। অভিযান চালানো হয় দেশটির রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরেও।
স্থানীয় বাসিন্দারা জানায়, সেনাবাহিনী ও আধা-সামরিক আরএসএফ বাহিনীর ক্ষেপণাস্ত্র লড়াই জনবহুল এলাকায় পৌঁছে গেছে। রাজধানী খার্তুম ও অন্যান্য শহরে হতাহত হয়েছে শত শত বেসামরিক নাগরিক।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির আধা-সামরিক আরএসএফ বাহিনীকে বিলুপ্ত করার আদেশ দেন। এ সংক্রান্ত একটি সাংবিধানিক ডিক্রিও জারি করা হয়।
প্রসঙ্গত, গত এপ্রিলে বিদ্রোহ ঘোষণা করে সুদানের আধা-সামরিক বাহিনী আরএসএফ। এরপর থেকেই দেশটিতে চলছে সেনা অভিযান। সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৫ হাজারের বেশি মানুষের।
/এএম
Leave a reply