দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে চলমান জি-২০ সম্মেলনের মাঝে উত্তর কোরিয়া সফরে গেলেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ গুওঝং। তার নেতৃত্বে শুক্রবার (৮ সেপ্টেম্বর) পিয়ংইয়ংয়ে পৌঁছায় প্রতিনিধি দল। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে তাদের এই সফর। এ উপলক্ষ্যে দেশটির সর্বোচ্চ শাসক কিম জং উনকে লিখিত বার্তা পাঠান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ওই বার্তায় বেইজিং-পিয়ংইয়ং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা এবং একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, সফরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কিম-লিউ। এতে দুই দেশের জনগণের কল্যাণে পারস্পারিক সহযোগিতা আর জোরদারের বিষয়ে ঐক্যমতে পৌঁছান তারা।
/এমএন
Leave a reply