নরসিংদীতে গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর শিবপুরে এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ইদগাহ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম (৫০) একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে এবং একজন পেশাদার গরু ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষকরা সাইফুলের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহটি ইদগাহ মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ আমারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু ব্যবসায় সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply