ভারতে আটকা পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

|

ছবি: সংগৃহীত।

জি টোয়েন্টি সম্মেলন শেষে সব নেতারা ভারত ছাড়লেও, রয়ে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রোববার (১০ সেপ্টেম্বর) তার দেশে ফেরার কথা ছিল। মূলত বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে দিল্লিতে আটকা পড়েছেন তিনি। খবর দি গার্ডিয়ান’র।

শুক্রবার জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছান ট্রুডো। দু’দিনের সম্মেলন শেষে ফেরার কথা ছিল রোববার। রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের বিমানটি পরীক্ষার পর পরই দেখা দেয় বিপত্তি। বস্তুত, এয়ারবাস-এর সিসি-ওয়ান ফাইভ জিরো পোলারিসে ধরা পড়ে প্রযুক্তিগত ত্রুটি।

তবে বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কানাডিয়ান বিমানবাহিনীর বিশেষজ্ঞ দল। ঠিক কখন চলাচলের উপযোগী হবে বিমান, তা নিশ্চিত করতে পারেননি তারা।
এ বিষয়ে নয়াদিল্লিতে কানাডিয়ান হাইকমিশন বলেন, এই সমস্যা রাতারাতি সমাধান করা যায় না, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে থাকবে।

তবে কানাডার গণমাধ্যম সিটিভি বলছে, এয়ারবাস হওয়ার কারণে এরকম সমস্যা প্রথমবার ঘটেনি, এর আগেও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিলো।
/এআই/এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply