ছাত্রলীগ নেতাদের পেটানো এডিসি হারুন সাময়িক বরখাস্ত

|

রাজধানীর শাহবাগ থানায় নিয়ে গিয়ে ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে এবিপিএনে বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, হারুন-অর-রশীদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক ১১/৯/২০২৩ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এই ঘটনার প্রেক্ষিতে সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সময় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে কেউ সমস্যায় পড়লে তার দায় বাহিনী নেবে না। তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার হারুন-অর-রশীদ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply