প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে থাকে এই প্রতিষ্ঠানটি। খেলোয়াড়রাও এর ব্যতিক্রম নন; মাঠে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি স্বপ্ন বুনেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের অংশ হওয়ার। এবার সেই সুযোগই করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করা হয়েছে খেলোয়াড় কোটা। চলতি শিক্ষাবর্ষে ভাইভা শেষে প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে নির্বাচিতদের তালিকা।
কেবল কলা অনুষদের ৯ ডিসিপ্লিন থেকে এসেছে ৩১ জনের নামের তালিকা। অন্য অনুষদের চেয়ে এই অনুষদে আগ্রহ ক্রীড়াবিদদের। দেড় শতাধিকের বেশি আবেদনের মধ্যে সাক্ষাৎকার ও যাচাই-বাচাইয়ের পর প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ তালিকা। এরমধ্যে ক্রিকেটার রয়েছেন সর্বাধিক ১২ জন। আছেন তাওহিদ হৃদয়, রিয়া আক্তার শিখারা। শ্রেণিকক্ষের পাশাপাশি ঢাবির হয়ে মাঠ মাতাবেন আরিফুল ইসলাম ও নাহিদা আক্তাররা।
জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর সঙ্গে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন, মেরাজ হোসেন অপি, ঋতুপর্ণা চাকমা, রেহেনা আক্তারও।
আর্চারিতে দিয়া সিদ্দিকীর সাথে প্রাথমিক তালিকায় আছেন হিমু বাছার ও প্রদীপ্ত চাকমা। এছাড়া অ্যাথলেটিক্স, সাঁতার, রোল বল, খো খো, উশু ও ব্যাডমিন্ট খেলোয়াড়রাও এবার সুযোগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় শতভাগ স্বচ্ছতার প্রশ্নে আপসহীন কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ম্যাচ, সিনিয়র-জুনিয়র জাতীয় দলে খেলার পাশাপাশি যাচাই করার পাশাপাশি পরীক্ষা করা হয়েছে শিক্ষা সনদও।
/এনকে/এটিএম
Leave a reply