রুমায় চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর সাথে গোলাগুলি, কেএনএ সদস্য আহত

|

বান্দরবানের রুমা বাজারে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-র এক সদস্য আহত হয়েছে। তার নাম বয় রাম বম (২৫)। তিনি রুমা ২নং সদর ইউনিয়নের বেথেলপাড়ার জারেম লাল বোমের ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুমা বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রুমা বাজারের সাপ্তাহিক হাটের দিনে সেনাবাহিনীর একটি দল সকাল ৮টা থেকে নিরাপত্তা টহলের দায়িত্বে ছিল। তাদের কাছে তথ্য ছিল কেএনএ সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিবে। সকাল ১১টার দিকে ৩-৪ জন কেএনএ সদস্য রুমা বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিতে আসলে সেনাবাহিনীর সদস্যদের সমানে পড়ে যায়। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কেএনএ সদস্যরা ৪-৫ রাউন্ড গুলি চালায়। জবাবে সেনাবাহিনীও ৫ রাউন্ড গুলি চালায়। এসময় বয় রাম বম (২৫) নামে এক কেএনএ সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।

জানা গেছে, রয়ের শরীরে মোট তিনটি গুলি লেগেছে। দুইটি গুলি পিঠে এবং একটি গুলি ডান পায়ের হাঁটুর ওপরে। এসময় তার নিকট থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। তাকে রুমা সদর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply