আইনজীবীদের পদযাত্রায় হামলা: ৯ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

|

সম্প্রতি নিম্ন আদালতে আইনজীবীদের পদযাত্রায় হামলার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ (এডিসি) বাহিনীটির ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপিপন্থী আইনজীবী এডভোকেট মো. মহসিন মিয়া।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বাদীর জবানবন্দি রেকর্ড করে পরে আদেশ দেবেন বলে জানান।

এই মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাদ, লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হক, ওসি (তদন্ত) মেহেদী হাসান।

মামলার বাদি মহসিন মিয়া জানান, ঘটনার দিন আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা করে পুলিশ। এতে নারী আইনজীবীসহ সিনিয়র আইনজীবীরাও আহত হন।

মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম জানান, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ৯ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই মামলার আবেদন করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply