মার্কিন ভিসানীতি দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলবে না: সালমান এফ রহমান

|

ভিসানীতি আরোপের ফলে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, এমনটা মনে করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল–পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, বাংলাদেশে সুষ্টু নির্বাচনের স্বার্থে গত মে মাসে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। যা বাস্তবায়নে আনুষ্ঠানিক ঘোষণা আসে গতকাল শুক্রবার।

সালমান এফ রহমান বলেন, ইউরোপের বাজারে জিএসপি সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রের বাজারে পায় না। বিশ্বের অন্য রফতানিকারক দেশের সাথে প্রতিযোগিতা করেই বাজার দখল করেছে এ দেশের উদ্যোক্তারা। তাই এ ভিসানীতির কারণে বাণিজ্যের ওপর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ আরোপ করে খুব ভালো করেছে। প্রধান বিরোধী দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply