টপ অর্ডার নিয়ে কাজ করার আছে: তামিম

|

ছবি: ফাইল

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মিরপুরে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ানো বাংলাদেশ যেনো অসহায় আত্মসমর্পণ করলো কিউইদের বিপক্ষে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ পরবর্তী সময়ে মিডিয়ার সামনে কথা বলেন, দলের ওপেনার তামিম ইকবাল। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে তামিম করেছেন ৪৪ রান।

এ বিষয়ে তামিম বলেন, দীর্ঘদিন পর ফেরায় কিছুটা নার্ভাস ছিলাম। তবে আত্মবিশ্বাস পেয়েছি। টপ অর্ডার নিয়ে আমাদের কাজ করার আছে।

তামিম কথা বলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। রিয়াদ এদিন করেন, দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান। এ বিষয়ে তামিম বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ অসাধারণ খেলেছেন। ব্যাটিং-ফিল্ডিং দুই বিভাগেই তিনি দারুণ করেছেন।

আসন্ন বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, স্বপ্ন না থাকলে কিছু হয় না। অবশ্যই বিশ্বকাপ নিয়ে আমাদের বড় স্বপ্ন দেখা উচিত।

এনকে/এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply