ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিষেক রাঙাতে পারেননি জাকির

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩৫ রানের মধ্যেই টাইগারদের হারাতে হয়েছে ৩টি উইকেট।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হিসেবে এ ম্যাচে অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুই ওপেনারসহ হারাতে হয়েছে ৩টি উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে ৫ বলে ১ রান করে বোল্ড হয়েছেন অভিষিক্ত জাকির হাসান। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হয়েছেন অপর ওপেনার তানজিদ হাসান তামিম। ৫ বলে ৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়েছেন তিনি। তিনে নামা তাওহিদ হৃদয় দারুণ শুরু করেও মিলনের বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ১৭ বলে ১৮ রান করে। বাংলাদেশ ৩৫ রানে হারিয়েছে মূল্যবান তিনটি উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের রান ৩ উইকেটে ৫৪ রান (৯ ওভারে)।

ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সফরকারীদের পক্ষে এডাম মিলনে তুলে নিয়েছেন ২টি উইকেট।

তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে কিউইরা। সিরিজ রক্ষায় সফরকারীদের বিপক্ষে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

এ ম্যাচে টাইগার একাদশে এসেছে বেশ কিছু পরিবর্তন। তামিম-লিটন-মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। একাদশে এসেছেন প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম। এছাড়া, অভিষেক হয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply