৯ বলে ফিফটি! যুবরাজকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের দীপেন্দ্র সিং

|

যুবরাজ সিংকে টপকে ৯ বলে ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন নেপালের দীপেন্দ্র সিং। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নেপালের দীপেন্দ্র সিং। মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে এই কীর্তি গড়েছেন তিনি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ১৯তম এশিয়ান গেমসে চীনের হংজুতে পিংফ্যাঙ্গ ক্যাম্পাস ক্রিকেট মাঠে ইতিহাস গড়েন এই নেপালি ক্রিকেটার। ৮ ছক্কায় ১০ বলে ৫২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর তাতেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন দীপেন্দ্র।

এদিন নেপালি ব্যাটার কুশাল মাল্লাও গড়েন আরেক বিশ্বরেকর্ড। খেলেন ৫০ বলে ১৩৭ রানের তাণ্ডবময় এক ইনিংস! যেখানে মাত্র ৩৪ বলে শতক হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এতোদিন এই রেকর্ডটি ছিল রোহিত শর্মা, ডেভিড মিলার ও বিক্রমাসেকারার দখলে। তারা তিন জন ৩৫ বলে শতরান করেছিলেন।

এই দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে নেপাল। এটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের ২৭৮। ম্যাচে মঙ্গোলিয়া ২৭৩ রানের বিশাল ব্যবধানে হার মানে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply