হিন্দু আইনে নারীদের অধিকার নিয়ে যে দুর্বলতা আছে, সেগুলো সংস্কারের দাবি জানিয়েছেন হিন্দু আইন সংস্কার পরিষদ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় এই দাবি জানানো হয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, হিন্দু আইনে পুরুষদের বহুবিবাহের বিধান থাকলেও নারীদের বিধবা বিবাহের বিধান নেই। একইসঙ্গে তালাক বা বিবাহ বিচ্ছেদের সুযোগও আইনে রাখা হয়নি, যা অনেকটা মানবাধিকারের লঙ্ঘন।
পিতার সম্পত্তিতে কন্যা সন্তানের অধিকারের বিষয়টিও উঠে আসে আলোচনায়। বলা হয়, হিন্দু আইনে সম্পত্তিতে কন্যা সন্তানের অধিকার না থাকায় হিন্দু নারীদের নিরাপত্তাহীনতায় পড়তে হয় ।
/এমএন
Leave a reply