২০১৮ সালের পর চলতি বছর সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ভারতে। আগস্টে গড় বৃষ্টিপাতের প্রায় ৩৬ শতাংশই ঘাটতি ছিল, যা মারাত্মক প্রভাব ফেলেছে দেশটির কৃষিতে। বিগত এক শতকের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস ছিল আগস্ট। ফলে কৃষি খাতের ঘাটতি সামলাতে শস্য রফতানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের মোট কৃষিজমির প্রায় অর্ধেকেই যথাযথ সেচ ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটির ৩ ট্রিলিয়ন ডলারের এ খাত। তাই কম বৃষ্টিপাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। যা সামালাতে চাল রফতানি সীমিত করেছে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশটি।
চাল ছাড়াও পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ হয়েছে। সেই সাথে নিষিদ্ধ হতে পারে চিনি রফতানিও। অন্যদিকে শুল্কমুক্ত ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এসজেড/
Leave a reply