বেয়ারস্টোর ঝড় থামালেন মোস্তাফিজ

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের ৭৪ এবং তানজিদ হাসান তামিমের ৪৫ রানের ইনিংসে ভর করে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৭ ওভারে। ফলে বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। জবাবে ব্যাট করছে ইংল্যান্ড।

সোমবার (২ অক্টোবর) দুপুরে ভারতের গৌহাটি বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই টাইগারদের সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের বলে স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। মাত্র ৯ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

মালান ফিরে গেলেও বাংলাদেশের বোলারদের তুলোধোনা করছিলেন জনি বেয়ারস্টো। অবশ্য তাকে বেশিক্ষণ থিতু হতে দেননি মোস্তাফিজ। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম বলেই তাকে বোল্ড করেন কাটার মাস্টার। ফুলার লেন্থে করা বলে বেয়ারস্টোর লেগ স্টাম্প ভেঙে দিয়েছেন মোস্তাফিজ। ফলে শেষ হয় বেয়ারস্টোর ২১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস। তার বিদায়ে ৪.১ ওভারে ৫১ রানে ২ ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply