খালেদা জিয়ার কিছু হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে: আমীর খসরু

|

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসায় দেরি হলে সরকারকে চড়া মূল্য দিয়ে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে ফরিদপুরে সাংগঠনিক বিভাগে মঙ্গলবার (৩ অক্টোবর) রোডমার্চপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। আরও বলেন, চিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ক্ষমতাসীনরা।

রোডমার্চ ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়িতে হাজারও কর্মী এসে জড়ো হন রোডমার্চে।

এ সময় বিএনপির নেতারা অভিযোগ করেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। অবৈধভাবে দখল করা ক্ষমতা টিকিয়ে রাখতে বারবার অবৈধ কাজ করছে আওয়ামী লীগ। আগামী দিনে আন্দোলনের ডাকে সবাইকে রাস্তায় থাকার আহ্বানও জানান তারা।

এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই রোডমার্চ রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জের মকসদপুর, মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামে সমাপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply