কোনো অপরাধ করিনি, আমি শঙ্কিত নই: দুদকের জিজ্ঞাসাবাদ শেষে ড. ইউনূস

|

গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেল জয়ী ড. ইউনূস। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর দুদকের সেগুনবাগিচা কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমি শঙ্কিত নই।

সাংবাদিকদের তিনি বলেন, আমাকে ডাকা হয়েছিল, এসেছি। আইনগত বিষয় আমার আইনজীবী বলবেন।

এসময় নিউইয়র্ক টাইমসে বিবৃতি দিলেও দেশের সাংবাদিকদের কোনো সাক্ষাৎকার বা দেশের পত্রিকায় বিবৃতি কেনো দেন না, এমন প্রশ্নের জবাব না দিয়ে সবাইকে সালাম দিয়ে ড. ইউনূস গাড়িতে উঠে চলে যান। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন নোবেল জয়ী ড. ইউনূস।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। গত ২৭ সেপ্টেম্বর এই মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন আসামিকে তলব করে দুদক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply