ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০২ জন। এর মধ্যে ২২ জন সেনাসদস্যও রয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সিকিমের রাজ্য সরকারের দেয়া তথ্য অনু্যায়ী, এখন পর্যন্ত ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ হাজার জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
জানা গেছে, প্রবল বন্যায় ১১টি সেতু ভেঙে গেছে। এতে ২২ হাজারেরও এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রাজ্য সরকার। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।
এর আগে বুধবার (৪ অক্টোবর) ভোররাতের দিকে অতিবৃষ্টি শুরু হয় এই রাজ্যে। এতে ভেসে যায় রাজ্যটির বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প।
দেশটির সেনাবাহিনী এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের নেতৃত্বে একাধিক সংস্থা ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় বিমানবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
এনিয়ে সিকিমের মুখ্য সচিব ভিবি পাঠক বলেন, উত্তর-পশ্চিম সিকিমের লোনাক লেকে অতিবৃষ্টির ফলে পানির স্তর বৃদ্ধি পায়। ফলে লেকের পানি উপচে পড়ে এবং তা তিস্তা নদীর দিকে প্রবাহিত হয়। এতেই সৃষ্টি হয়েছে এ ভয়াবহ বন্যা পরিস্থিতির।
/আরএইচ
Leave a reply