ইউক্রেনের গ্রামীণ মার্কেটে রুশ হামলায় ৪৯ জন নিহত

|

ছবি: সংগৃহীত

উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর রকেট হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সোয়া একটায় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কের কাছে হরোজা গ্রামের একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ছয় বছর বয়সী ছেলে রয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। যাদের মধ্যে ছয় বছর বয়সী একজন মেয়েও রয়েছেন। ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে পশ্চিমা মিত্রদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার কার্যক্রমকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার এমন সন্ত্রাসী হামলার প্রয়োজন শুধুমাত্র একটি জিনিসের জন্য, আর তা হচ্ছে গণহত্যামূলক আগ্রাসনকে পুরো বিশ্বের জন্য একটি নতুন আদর্শে পরিণত করা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply