হাসপাতালে ভর্তি আরও ১৮০০ ডেঙ্গুরোগী, মৃত্যু ৯

|

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৮০০ জন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ৯ জন।

শুক্রবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ৫০৪ জন ঢাকার এবং এক হাজার ২৯৬ জন ঢাকার বাইরের। চলতি বছরে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৭৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৯২১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকায় দুই হাজার ৭৫২ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ১৬৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন এক হাজার ৬৪ জন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply