জাদেজার স্পিন বিষে পুড়ছে অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার স্পিন বিষে পুড়ছে অস্ট্রেলিয়া। মাত্র ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একটা পর্যায়ে দুই উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১০রান। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অজিরা।। জাদেজা একাই নেন ৩ উইকেট।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার মিচেল মার্শের উইকেট হারায় অজিরা। রানের খাতা খোলার আগে জাসপ্রিত বুমরাহর বলে ভিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার।

এরপর উইকেটে এসে ওয়ার্নারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন স্মিথ। মোহাম্মদ সিরাজ-জাসপ্রিত বুমরাহদের বলে দারুণ ব্যাটিং করেন দু’জনে। ভারতীয় বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় উইকেট জুটি গড়েন ৬৯ রান। তবে দলীয় ৭৪ রানের মাথায় কুলদীপ যাদবের বলে তাকেই ক্যাচ তুলে দেন ওয়ার্নার। ৫২ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে লড়াই চালান স্মিথ। তাদের জুটিতে দলীয় শতকও ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়া, স্মিথও ব্যক্তিগত ফিফটির পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে অস্ট্রেলিয়ার সামনে বাঁধা হয়ে দাঁড়ান রবীন্দ্র জাদেজা। বাঁহাতি এই স্পিনার দ্রুতই ৩ উইকেট তুলে নেন। স্মিথ ৪৬, লাবুশেন ২৭ ও অ্যালেক্স ক্যারি ০ হাতেই বিদায় নেন। এতে ১১০ রানে ২ উইকেট থেকে ১১৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে অজিরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply