কাকরাইলের আগুন নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণ পরপর ঘটছে বিস্ফোরণ

|

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয় ভবনে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছুক্ষণ পরপর ঘটছে বিস্ফোরণ। এতে আবার জ্বলে উঠছে আগুন। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। যোগ দিয়েছে সেনাবাহিনীও।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ভবনের ভেতর থেকে এখনো বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পরেন অনেকে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা। তবে সেখানে দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পটকাসহ নানা দাহ্য পদার্থ কুরিয়ারের জন্য মাজুদ করে রাখা হয়েছিল সেখানে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এই কুরিয়ারে যেসব গ্রাহক মালামাল আনা নেয়া করছিলেন তারা নিসন্দেহ ক্ষতিগ্রস্ত হবেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply