ভোটের আগে বাণিজ্য নিষেধাজ্ঞার শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

|

বাণিজ্য নিষেধাজ্ঞা তো দূরের কথা, নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো থেকে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার শঙ্কা নেই। এ নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বিদেশি বাণিজ্যবিষয়ক স্টেট সেক্রেটারি ডিয়ানা জেনসের সঙ্গে বৈঠক শেষে বিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

পশ্চিমা দেশগুলো থেকে বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আসছে, ভারতীয় একটি পত্রিকার প্রতিবেদনে তা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের একজন সাংবাদিকও লিখেছেন। এ বিষয়ে আপনারা কোনো আভাস পাচ্ছেন কি না জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব বলেন।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে ভয় তৈরি করতে এটা করা হয়েছে। সেই ভয়ভীতি কাজে লাগিয়ে ফায়দা লুটতে পারে একটা গোষ্ঠী।

বৈদেশিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে সঠিক বিষয়ে নিশ্চিত হতে সাংবাদিকদের এ সময় অনুরোধ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বললেন, বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ তা বানচালের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply