সিকিমের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২

|

ভারতের সিকিম রাজ্যে প্রবল বন্যা ও দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৮২ জনে। রোববার (৮ অক্টোবর) তিস্তা নদী থেকে আরও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, নিহতদের মধ্যে রয়েছে ২৩ সেনা সদস্যও। যাদের মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ১৪২ জন। তাদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, ভারী বর্ষণের পর প্রমত্তা তিস্তা নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে গত সপ্তাহ থেকেই প্রবল বন্যা শুরু হয় সিকিমে। তাছাড়া, প্রতিবেশী জলপাইগুঁড়ি-কোচবিহার ও বাংলাদেশেও বন্যার প্রভাব পড়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply