দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

|

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ার দু্ই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। দিনের প্রথম ম্যাচে বেলা ১১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপ আসরে শুরুটা ভালোই হয়েছে পাকিস্তানের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। বড় জয় আর সঙ্গে ভালো নেট রান রেটে টেবিলের তৃতীয় অবস্থানে বাবর আজমের দল।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ের ম্যাচে ১০২ রানের বড় পরাজয় দিয়ে আসর শুরু করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের অবস্থান টেবিলের নবম স্থানে। তবে স্বস্তির খবর এ ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন ডানহাতি লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থিকশানা লঙ্কানদের বোলিং আক্রমণে কিছুটা হলেও শক্তি বাড়াবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply