পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনিদের পক্ষে বাড়ছে জনসমর্থন

|

কানাডার ভ্যানকুভারে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। ছবি: সংগৃহীত।

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে পশ্চিমা দেশগুলোতে। সংকটের স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ চলছে দেশে দেশে। যুগ-যুগ ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকরী পদক্ষেপের আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষ। পশ্চিমা সরকারগুলো তেল আবিবের পক্ষে ঢালাও সমর্থন দিলেও জনগণের সাথে এ ইস্যুতে মতভেদের চিত্র ক্রমেই স্পষ্ট হচ্ছে। সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রে চলছে হাজারো মানুষের বিক্ষোভ। সংঘাত ও সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান তাদের কণ্ঠে। নেতানিয়াহু প্রশাসনের প্রতি সরকারের ঢালাও সমর্থনেরও তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা।

এদিকে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো দেশগুলোতেও ফিলিস্তিনের পক্ষে চলছে বিক্ষোভ। অনেক দেশে প্রশাসনের বাধা উপেক্ষা করেই সমাবেত হয় সাধারণ মানুষ।

বিশ্লেষকরা মনে করছেন, বছরের পর বছর চলা ইসরায়েল-ফিলিস্তিনের অমীমাংসিত ইস্যুতে পশ্চিমা সরকারগুলোর নীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের চিত্র ফুটে উঠেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply