প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় শাকিব খান

|

ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন শাকিব খান।গত কয়েকমাস ধরে পরিচালক অনন্য মামুন বলে আসছিলেন, তার পরিচালিত ‘দরদ’ সিনেমায় অভিনয় করছেন ঢালিউড কিং। অবশেষে তা সত্য হলো। সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার।

‘প্রিয়তমা’র পর কোন্‌ সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, সেই প্রশ্ন ছিল শাকিবিয়ানদের। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল দরদ সিনেমায় তার অভিনয়ের কথা। এছাড়াও, ‘রাজকুমার’ সিনেমাতেও তার অভিনয়ের কথা শোনা গেছে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলেগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।

এছাড়া, সিনেমায় আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জসহ অনেকেই।

সিনেমাটি প্যান ইন্ডিয়ান হওয়ায় বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেয়া হবে। ‘দরদ’এ বাংলাদেশের প্রযোজনা সংস্থার পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ‘দরদ’এর শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে শাকিব খানের। শোনা যাচ্ছে, ‘ঈদ ছাড়া সিনেমা চলে না’–এই ভ্রান্ত ধারণা পাল্টে দেবে শাকিব-সোনাল জুটির এই সিনেমা। সেজন্য আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। তবে কি ‘প্রিয়তমা’র পর নতুন কোনো রেকর্ড গড়তে যাচ্ছে ‘দরদ’?

/আরএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply