চলতি অর্থবছরে দেশে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ: আইএমএফ

|

আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ে।

তৌহিদ হোসেন:

বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে ভালো খবর দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দাবি, চলতি অর্থবছরে তা নেমে আসবে ৬ শতাংশে। পরের বছরের জন্যও বার্তা একই। তবে ২০২৪ সাল নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে। ১ শতাংশের বেশি কমে মূল্যস্ফীতি হবে ৭ দশমিক ৯ শতাংশ।

যুদ্ধের দামামায় বিশ্ব অর্থনীতি নিয়েও ভালো খবর নেই। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ের মতে, ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেল নিয়ে বিপদ বাড়বে।

আইএমএফের ইকোনমিক আউটলুকে উঠে এসেছে এসব তথ্য। মরক্কোর মারাকেশে আইএমএফ ও বিশ্বব্যাংকের চলমান বার্ষিক সভায় এই প্রতিবেদন প্রকাশ হয়। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা না হলেও বিশ্ব অর্থনীতি নিয়ে কথা বলেন আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ে। জানান, মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার বাড়াচ্ছে সব দেশ। এর ফলে বিশ্ব অর্থনীতি গতি হারিয়েছে, তবে থমকে যায়নি।

পিয়ের অলিভিয়ে গুগাশা বলেন, জ্বালানিতে ভর্তুকি অনেক দেশের জন্য লাভজনক হয়েছে। কঠোর মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতিও সামাল দিয়েছে অনেক দেশ। কিন্তু ইদানিং সে গতি কমেছে। কেননা, এখন অর্থনীতিতে বিনিয়োগ টানতে মরিয়া সবাই।

আইএমএফ জানায়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি হবে দেড় শতাংশ। চীনের জন্য এই হার ৪ ভাগ। তবে ইউরোপ অঞ্চলে প্রবৃদ্ধি হবে ১ ভাগের কিছু বেশি। সংস্থাটি বলছে, বিভিন্ন দেশের মধ্যে মতানৈক্য বাড়ছে। এর ফলে অর্থনীতি দৌঁড়াতে পারছে না।

পিয়ের অলিভিয়ে গুগাশা আরও বলেন, ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সংকট বাড়লো। এর প্রভাব জ্বালানি তেলের উৎপাদন বা পরিবহনে পড়বেই। হয়তো এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি। তবে যতোটুকু আমরা বুঝেছি, তেলের দাম যদি আগামীতে ১০ শতাংশও বাড়ে তাহলে বিশ্বে মূল্যস্ফীতি বাড়বে দশমিক ৪ ভাগ, যা উদ্বেগজনক।

উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা শেষ হবে ১৫ অক্টোবর।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply