ভারতের বিহারে একটি ট্রেন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। বুধবার (১১ অক্টোবর) রাতে বিহারের বক্সার জেলায় এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
কর্তৃপক্ষ জানায়, এ দিন রাতে কামাক্ষ্যাগামী একটি এক্সপ্রেস ট্রেন বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে আসলে হঠাৎ এর ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে দুমড়েমুচড়ে যায় বগিগুলো।
খবর পেয়ে সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেল কর্তৃপক্ষ। তবে বগি লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
আপাতত দুর্ঘটনা কবলিত রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। এদিন রাতেই শোক প্রকাশ করে টুইটারে (বর্তমানে ‘এক্স’) দেশটির রেলমন্ত্রী লেখেন, অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বের করবো।
এসজেড/
Leave a reply