বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন লিটন দাস। ইনিংস বড় করতে পারেনি আরেক ওপেনার তানজিদ তামিম। আশা দেখিয়ে হতাশ করেছেন মেহেদী হাসান মিরাজও। নাজমুল হোসেন শান্তও ফিরে গেছেন ব্যক্তিগত সাত রানে।
এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে আউট হন লিটন দাস। ট্রেন্ট বোল্টের বলে হুইপ শট খেলে ফাইন লেগে ম্যাট হেনরির হাতে ক্যাচ আউট হন এই ওপেনার। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও ফিরেছেন ব্যক্তিগত ১৬ রান করে। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে লকি ফার্গুসনের বলে কনওয়ের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
তবে ভরসা জোগাচ্ছিল ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও। ইনিংসের ১২তম ওভারে লকি ফর্গুসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার। চারটি চারের মাধ্যমে ৪৬ বলে ব্যক্তিগত ৩০ রানে ফেরেন তিনি। পরের ওভারেই আউট হয়ে যান শান্ত। ব্যক্তিগত ৭ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। গ্লেন ফিলিপসের বলে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশ দলের হয়ে মাঠে লড়ছেন দুই অভিজ্ঞ সাকিব ও মুশফিক। ২১ ওভারে দলগত শতরান পূরণ হয়েছে টাইগারদের।
/এমএইচ
Leave a reply