হিলিতে হাত বাড়ালেই মিলছে মাদক! প্রকাশ্যে চলছে সেবন

|

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের সীমান্তবর্তী জনপদ হিলিতে হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক। উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। প্রকাশ্যেই চলছে মাদক সেবন। এতে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। অবশ্য প্রশাসনের দাবি, মাদক নির্মূলে চেষ্টা চলছে।

হিলির সীমান্তবর্তী চুড়িপট্টি গ্রামের অলিগলি-ঝুপড়ি কিংবা পরিত্যক্ত ঘর সবখানে প্রকাশ্যেই চলছে মাদকসেবন। মরণনেশায় জড়াচ্ছে তরুণ-কিশোর-বয়স্করা। বাদ যাচ্ছে না নারীরাও।

শুধু চুরিপট্টি নয়, মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে মহিলা কলেজ পাড়া, মাঠপাড়া, দক্ষিণ পাড়াসহ হিলি’র বেশ কয়েকটি এলাকায়। দুই শতাধিক বাসা-বাড়িতে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। ফলে প্রতিনিয়ত বাড়ছে নানা অপরাধ। এতে উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। জনপ্রতিনিধি আর পুলিশের ভাষ্য, মাদক নির্মূলে চেষ্টা চলছে। কারবারীদের ধরতে অব্যাহত আছে অভিযান।

এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর উপজেলার চেয়াম্যান হারুন উর রশিদ জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছেন তারা।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যহত রয়েছে। প্রতি মাসেই আমরা মাদকের কমপক্ষে ১১-১২টি মামলা দেই।

পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়াতে তাগিদ দিচ্ছে পুলিশ।

এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply