একশো টাকায় ভোট কেনার দিন শেষ: স্বাস্থ্যমন্ত্রী

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

একাশো টাকা দিয়ে ভোট কোনার দিন শেষ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, মানুষ এখন শিক্ষিত হয়েছে। তারা জানে কোথায় ভোট দিতে হবে। কারা উন্নয়ন করে মানুষ তা বোঝে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে দেড়শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, এখন উন্নয়নের মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে। প্রমাণ করতে হবে মানুষের উন্নয়নে কাজ করেছি এবং আমি মানুষের বন্ধু। সেইজন্য আমি ভোটের দাবিদার।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় একটা অচেনা-অজানা লোক এসে ভোট দাবি করবে আর ভোট পাবে। সেটা আর সম্ভব না, মানুষ এখন সব বোঝে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply