‘লাল-নীল’ রঙের হেরোইনসহ গ্রেফতার ৪ মাদক কারবারি

|

হেরোইনের প্রচলিত রঙ সাদা ও ধূসর। তবে এবার লাল-নীল রঙের হেরোইন পাওয়া গেছে। রাজধানীর নাখালপাড়া থেকে এরকম ১৭৮ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, এমন রঙের হেরোইনের চালান এবারই প্রথম পাওয়া গেছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার আজিমুল হক বলেন, মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মফিজুল ইসলাম। তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আরও তিনজন হলেন, রুমি বেগম, ফারুক হোসেন এবং রিজিয়া খাতুন। মোট ১৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার মধ্যে ৮২৬ গ্রাম ছিল পুরিয়া আকারে।

এই প্রথম এ ধরনের হোরোইন আটকের ঘটনায় বিস্মিত পুলিশও। আকর্ষণীয় করতে, নাকি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই পন্থা, বুঝতে পারছে না তারা। পুলিশ জানিয়েছে, বিভিন্ন জিনিস ব্যবহার করে হেরোইনের রঙ পরিবর্তন করে ভোক্তাশ্রেণির কাছে বিশেষ আকর্ষণীয় করার জন্য তারা চেষ্টা করছে। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনী যাতে চিনতে না পারে, সে কারণেও এই চেষ্টা তাদের।

ভিন্ন রঙের এই হেরোইন বেচাকেনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply