গাজায় হাসপাতালে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৫০০

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য দফতরের মুখপাত্র। এদিকে এই ঘটনা কীভাবে ঘটেছে তা জানেন না বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। খবর বিবিসির।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল আহলি আরবি ব্যাপটিস্ট হাসপাতালে ভয়াবহ এই হামলা চালিয়েছে তেল আবিব। এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করেছে অঞ্চলটির হামাস নিয়ন্ত্রিত সরকার।

হাসপাতালটিতে অনেক অসুস্থ ও আহত রোগী আশ্রয় নিয়েছিলেন। এছাড়া, যুদ্ধে আশ্রয়হীন নাগরিকরাও হাসপাতালটিতে অবস্থান করছিলেন।

এদিকে, হাসপাতালে বিপুল প্রাণহানির ঘটনায় দেশে তিনদিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply