দেশে পণ্য ও সেবার দাম নিয়ে আইএমএফের ইতিবাচক বার্তা

|

বাংলাদেশে পণ্য ও সেবার দাম কমছে। তবে সে গতি আগের চেয়ে ধীর। কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনে রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই— এমন মন্তব্য করেছেন আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে সিঙ্গাপুরে রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় বলা হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক। বিশেষ করে সামষ্টিক অর্থনীতিতে চাপ ভালোভাবে সামাল দেয়া যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত ভালো ফলাফল আনবে।

কৃষ্ণা শ্রীনিবাসন জানান, চলতি অর্থবছরে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে জিডিপির প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ। তবে সে জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে সব দেশের কেন্দ্রীয় ব্যাংককে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply