হামাসের সমর্থনে পোস্ট করায় ফিলিস্তিনি গায়িকাকে আটক করেছে ইসরায়েল

|

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামাসের সমর্থনে উস্কানিমূলক পোস্ট দেয়ার কারণে ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডেলইস্ট আই।

সোমবার রাতে ইসরায়েলের নাজারেথ শহরের বাড়ি থেকে আমনেহকে আটক করা হয়। তিনি একজন ডাক্তার ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। গাজায় তিনি একটি দাতব্য সংস্থার হয়ে কাজ করছিলেন।

আমনেহের আটক প্রসঙ্গে আইনজীবীরা বলেন, ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তার আটকের মেয়াদ বাড়ানোর কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আমনেহ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন। সেখানে তিনি পবিত্র কুরআনের আয়াত তুলে লিখেন, ঈশ্বর, আমাকে সাহায্য ও দয়া করুন।

তিনি পোস্টে আরও লিখেন, সৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।

মূলত, এই পোস্টের জেরে ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আর এটি অনলাইনে সন্ত্রাসবাদকে সমর্থন এবং উসকানিমূলক আচরণ দমানোর প্রচেষ্টা বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ। আমনেহ’র ইনস্টাগ্রামে তিন লাখের বেশি অনুসারী রয়েছে। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply