শীতের আগেই গ্যাস সংকটে রাজধানীবাসী, দিনের বেলায় গ্যাস থাকে না বহু এলাকায়

|

ফাইল ছবি

আশিক মাহমুদ:

গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে আছে মিরপুর এলাকার বাসিন্দারা। দিনের বেলা এসব এলাকায় গ্যাসের সরবরাহ থাকে না। রান্নার জন্য বসে থাকতে হয় গভীর রাত পর্যন্ত। সব মিলিয়ে মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে।

ভোগান্তির শিকার সুমাইয়া আক্তার জানান, গ্যাসের কারণে সময়মতো খাবার তৈরি করতে পারছি না। এমনকি, বাচ্চাদের টিফিনও দিতে পারছি না। বাধ্য হয়ে রেডিমেড খাবার খেতে হচ্ছে আমাদের। ভোগান্তির শিকার আরেক বাসিন্দা জানান, আগে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যাস থাকতো। কিন্ত গত তিন মাস যাবত একদমই থাকে না। বাধ্য হয়ে আমাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হচ্ছে।

দীর্ঘদিন ধরেই গ্যাস নিয়ে নগরবাসীর ভোগান্তি চরমে। এ সংকটের কারণে অনেকে ব্যবহার করছে লাকড়ির চুলা। আবার কেউ কেউ ব্যবহার করছে কেরোসিন স্টোভ।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্যাসের এমন সংকট দীর্ঘদিনের। তবে গত তিন মাস সেই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। গ্রাহকদের অভিযোগ, মাস গেলেই ঠিকঠাক বিল দিতে হয়, কিন্তু লাইনে গ্যাস আসে না। ফলে বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় অথবা খাবার কিনে খেতে হয়।

ভুক্তভোগীদের কেউ কেউ গ্যাস না থাকার সাথে সিলিন্ডার কোম্পানিগুলোর যোগসাজশ থাকতে পারে বলেও জানান।

জানা গেছে, শুধু মিরপুর নয়, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, বাড্ডা, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরমে পৌঁছেছে। এখন প্রশ্ন উঠছে, শীতকাল আসার আগেই কেন এমন গ্যাস সংকট?

এ ব্যপারে জানতে মিরপুর তিতাস গ্যাসের আঞ্চলিক অফিসে যায় যমুনা নিউজ। কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। তিতাস গ্যাসের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। সমস্যার সমাধান কবে হবে, জানে না কেউ।

/আরএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply