হাসপাতালের পর এবার গির্জায় ইসরায়েলের হামলা, নিহত ৮

|

ছবি: সংগৃহীত

এবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি গির্জায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার।

গাজার আল-জায়তুন এলাকার সেন্ট পোরফিরিয়াস চার্চে চালানো ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে নিরপরাধ গাজাবাসীর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিলো গির্জাটি। হামলার সময় খ্রিস্টান ও মুসলিম দুই ধর্মেরই বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিলো চার্চটিতে। বিমান হামলার ফলে গির্জাটির মূল ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

উল্লেখ্য, বিশ্বের প্রাচীনতম গির্জাগুলোর মধ্যে অন্যতম সেন্ট পোরফিরিয়াস চার্চ। প্রায় ১ হাজার ছয়শ’ বছরের পুরনো এই গ্রিক গির্জাটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply