আখাউড়া প্রতিনিধি:
বায়ান্ন’র ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। স্বজনরা জানায়, বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই ভাষা সৈনিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।
মিয়া আব্দুল মতিনের বাড়ি আখাউড়া উপজেলার সীমান্তবর্তী টনকী গ্রামে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য আখাউড়ায় আটজনের মিছিলের নেতৃত্ব দেন সেসময় দশম শ্রেণিতে পড়া মিয়া আব্দুল মতিন। এ কারণে ২৩ ফেব্রুয়ারি তাকে গ্রেফতারও করা হয়।
১৯৫৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা সৈনিক মিয়া মতিনসহ আরও কয়েকজনকে ঢাকায় ডেকে পাঠান এবং সাহসিকতার জন্য তাদের পুরস্কৃত করেন।
এটিএম/
Leave a reply