বাংলাদেশের ভূয়সী প্রশংসা নওয়াজের, বললেন ওরা এগিয়ে গেছে আর পাকিস্তান পিছিয়ে

|

বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ায় ‘আক্ষেপ’ প্রকাশ করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লন্ডনে ৪ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর, শনিবার (২১ অক্টোবর) ইসলামাবাদ ফেরেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। দেন আদালতে হাজিরা।

এরপর যোগ দেন লাহোরের বিশাল জনসমাবেশে। সেখানে রাখা দীর্ঘ ভাষণে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গও। তিনি বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। আক্ষেপের সুরে বলেন, এতোদিন দুই পাকিস্তান একত্রে থাকলে; বহুদূর এগিয়ে যেতো দেশ। জোরালো হতো অর্থনৈতিক করিডোর। যেটিকে গুরুত্ব দিতে বাধ্য হতো ভারত। ভাষণে প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রেখে, রাজনীতি করার কথাও বলেন নওয়াজ।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমরা তখন বলেছি- ওরা তো শুধু পাট চাষ করে; যা আমাদের বোঝা। আমরা সেই বোঝা তুলে মাটিতে ছুড়ে ফেলেছিলাম। আজ দেখুন- সেই বাংলাদেশই উন্নয়নে আমাদের তুলনায় এগিয়ে গেছে। আর পাকিস্তান পেছনে পড়ে আছে।

তিনি জানান, নির্বাচনী মাঠে কারও সাথে শত্রুতা তার দলের লক্ষ্য নয়। এমনকি পূর্ব-বিরোধের জেরে কোনো ব্যক্তি বা দলকে কোণঠাসা করাও তার দলের টার্গেট নয়।

১৯৯০ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, নওয়াজ শরিফ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply