আমরা চাই সকলের মাঝে শুভবুদ্ধির উদয় হোক: আইজিপি

|

পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আমরা আশা করতে চাই এ দেশের সকলের মাঝে শুভবুদ্ধির উদয় হোক এবং অশুভ বোধের বিনাশ হোক। সবাই যাতে শান্তিতে বাস করতে পারে।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব বলেন।

আইজিপি বলেন, ঢাকেশ্বরী মন্দির এলাকায় এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয়নি। আমরা এখানে আসি প্রতীকী হিসেবে, যাতে সবাই উৎসাহ পায়। সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা অনুকূল পরিবেশ পাচ্ছেন। সবাই উৎসাহ উদ্দীপনার সাথে পূজায় অংশ নিচ্ছেন।

তিনি বলেন, পূজাকে ঘিরে কিছু মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে সবার ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি করতে চায়। রাত ১২ টার পর থেকে ভোর পর্যন্ত সময়টাতেই এই সুযোগ কাজে লাগাতে চায়। পূজার পরিবেশ নষ্ট করতে চায় তারা। এ সময়টাতে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। কেউ যাতে পরিবেশ নষ্ট করে হিন্দু ভাইদের মনে কষ্ট দিতে না পারে। অন্তত একজন আনসার হলেও যেন সারারাত থাকে।

আইজিপি বলেন, আপনারাও তৎপর থাকবেন। পরিবেশ নষ্টকারীকে দেখলে সাথে সাথে ধরে ফেলবেন। না পারলে চিহ্নিত করে রাখবেন। আমরা তাকে ধরে ফেলবো।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply